Indian Pharma Sector | ওষুধ শিল্পেও শুল্ক বসাবে ট্রাম্প প্রশাসন! হুড়মুড়িয়ে পড়তে শুরু করলো ফার্মা সেক্টরের স্টকের দাম!

Friday, April 4 2025, 10:42 am
highlightKey Highlights

মার্কিন প্রেসিডেন্টের লক্ষ্য, সেমিকন্ডাকটর এবং ফার্মা সেক্টরের ওপরও শুল্ক চাপানো। এর পরই পড়তে শুরু করেছে ভারতের ফার্মা সেক্টরের বিভিন্ন স্টকের দাম।


এখনও শেষ হয়নি ট্রাম্পের ট্যারিফ ‘শো’! এবার মার্কিন প্রেসিডেন্টের লক্ষ্য, সেমিকন্ডাকটর এবং ফার্মা সেক্টরের ওপরও শুল্ক চাপানো। এর পরই পড়তে শুরু করেছে ভারতের ফার্মা সেক্টরের বিভিন্ন স্টকের দাম। শুক্রবার নিফটি ফার্মা সেক্টরাল ইনডেক্স কমেছে ৪.৩৩ শতাংশ। ভারতের ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলির স্টকের দাম কমেছে ৫ থেকে ৮ শতাংশের মধ্যে। ইপকা ল্যাবের স্টকের দাম কমেছে ৮.৩১ শতাংশ। লরাস ল্যাবের দাম পড়েছে ৭.৫৭ শতাংশ। অরবিন্দ ফার্মার শেয়ার দরে পতন হয়েছে ৬.৫৩ শতাংশ। গ্লেনমার্কের স্টকের দাম পড়েছে ৬.৪৪ শতাংশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File