খেলাধুলা

ISL | স্টিফেন-জাভি ম্যাজিকে নর্থইস্ট ইউনাইটেডকে উড়িয়ে সেমিফাইনালে পৌঁছলো জামশেদপুর, প্রতিপক্ষ মোহনবাগান

ISL | স্টিফেন-জাভি ম্যাজিকে নর্থইস্ট ইউনাইটেডকে উড়িয়ে সেমিফাইনালে পৌঁছলো জামশেদপুর, প্রতিপক্ষ মোহনবাগান
Key Highlights

প্লেঅফের ম্যাচে শেষ হাসি হাসল খালিদ জামিলের দলই। ২-০ গোলে পেদ্রো বেনালির দলকে হারাল জামশেদপুর। সেমিফাইনালে জামশেদপুরের সামনে লিগ শিল্ড জয়ী মোহনবাগান।

আজকের ম্যাচে প্রায় ৭০ শতাংশ বলের দখল ছিল নর্থইস্টের পায়ে। তবে শেষরক্ষা হলো না। প্লেঅফের ম্যাচে শেষ হাসি হাসল জামশেদপুর। ২:০ গোলে নর্থইস্টকে হারালো খালিদ জামিলের দল। এদিনকার ম্যাচে জামশেদপুরের হয়ে ম্যাচের ২৯ মিনিটে প্রথম গোলটি করলেন স্টিফেন এজে। ম্যাচের দ্বিতীয় গোলটি করলেন জাভি হার্নান্দেজ। এই জয়ের ফলে আইএসএলের সেমিফাইনালে পৌঁছলো জামশেদপুর। সেমিফাইনালে তারা মুখোমুখি হবে লিগ শিল্ড জয়ী মোহনবাগানের।