Chhattisgarh । ইস্পাত কারখানার চিমনি ভেঙে ছত্তিশগড়ে মৃত্যু ৮ শ্রমিকের, ধ্বংসস্তূপের তলায় আটকে আরও ২৫
ছত্তিশগড়ে নির্মীয়মাণ কারখানায় চিমনি ভেঙে অন্তত ৮ জনের মৃত্যুর কথা জানা গিয়েছে। এখনও ধ্বংসস্তূপের নিচে ২৫ জনেরও বেশি মানুষের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।
ছত্তিশগড়ে এক নির্মীয়মাণ ইস্পাত কারখানায় লোহার চিমনি ধসে মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। ধ্বংসস্তূপ চাপা পড়ে ইতিমধ্যেই ৮ জনের মৃত্যু হয়েছে। এখনও ২৫ জনেরও বেশি শ্রমিক ওই ধ্বংসস্তূপের নীচে আটকে আছেন। সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়র মুঙ্গেলি জেলায় সারগাঁও থানার রামবোদ অঞ্চলে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, স্থানীয় প্রশাসনের কর্তা সহ জরুরি উদ্ধারকারী দল। দ্রুতগতিতে উদ্ধারকার্য চলছে। আহতদের পাঠানো হয়েছে হাসপাতালে। ধ্বংসস্তূপ পরিষ্কার করে বাকি শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চলছে।
- Related topics -
- দেশ
- ছত্তীসগঢ়
- উদ্ধারকার্য
- আহত
- নিহত
- অস্বাভাবিক মৃত্যু