করোনা বিধি কঠোর করা হয়েছিল জলপাইগুড়িতে, বিধিভঙ্গের কারণে এবার গ্রেফতার করা হয় ৩৫ জনকে, আটক ২০ জন
Sunday, July 18 2021, 2:54 pm
Key Highlightsকরোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জলপাইগুড়িতে আরও কঠোর করা হয়েছিল কোভিড নিয়মবিধি। গত শনিবার রাতে করোনার ‘বিধিভঙ্গ’ করার অপরাধে গ্রেফতার করা হয় ৩৫ জনকে। এছাড়াও আরও ২০ জনকে আটক করা হয়েছে। করোনা মোকাবিলায় তৎপর প্রশাসন, সতর্কতামূলক প্রচারে নেমেছে পুলিশ। শনিবারের ঘটনার জেরে রবিবার সকালেও জলপাইগুড়ি শহরের বিভিন্ন বাজার চত্বরে তল্লাশি চালায় পুলিশ। বিধি ভঙ্গের পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য এই টহল আগামীদিনেও চলবে বলে জানা যাচ্ছে।
- Related topics -
- রাজ্য
- জলপাইগুড়ি
- কোভিড ১৯
- কোভিড বিধি অমান্য
- গ্রেফতার

