Los Angeles Wildfire | দাবানলে গ্রাস লস অ্যাঞ্জেলসের অনেকাংশ! জারি জরুরি অবস্থা! কাজে ফেরানো হচ্ছে অবসরপ্রাপ্ত দমকলকর্মীদেরও

Thursday, January 9 2025, 10:59 am
highlightKey Highlights

আমেরিকার লস অ্যাঞ্জেলসে দাবানলের জেরে পুড়ে ছাই একাধিক বাড়ি, গাড়ি, জমি।


আমেরিকার লস অ্যাঞ্জেলসে দাবানলের জেরে পুড়ে ছাই একাধিক বাড়ি, গাড়ি, জমি। ঘরছাড়া লক্ষাধিক। প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫ জন। এই দাবানলে প্রথম জ্বলতে থাকে সান্টা মনিকা ও মালিবুর মধ্যবর্তী অন্তত ১২৬২ একর জমি। কিন্তু শুকনো আবহাওয়ায় প্রবল হাওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। সান্টা মনিকা ও মালিবুর ছাড়াও আরও চার জায়গায় পৃথকভাবে দাবানলের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর প্রক্রিয়া চলছে। জারি রয়েছে জরুরি অবস্থা। কাজে ফেরানো হচ্ছে অবসরপ্রাপ্ত দমকলকর্মীদেরও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File