Shamik Bhattacharya | সামনেই নির্বাচন, বঙ্গ‘টিম’ তৈরির আশায় দিল্লি গেলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য

রাজ্য কমিটি চূড়ান্ত করতে এবং আগামী বিধানসভা ভোটের রণকৌশল নিয়ে আলোচনা করতে আজ, রবিবার ভোরে দিল্লি উড়ে যাচ্ছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।
আগামী বিধানসভা ভোটের রণকৌশল নিয়ে আলোচনা করতে এবং রাজ্য কমিটির খুঁটিনাটি চূড়ান্ত করতে আজ দিল্লি উড়ে যাচ্ছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। দুপুরে বৈঠক করবেন দলের কিছু শীর্ষ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই নিজের টিম ঘোষণা করে দিন শমীক। সূত্রের খবর, আজকের বৈঠকে এই টিমে কে কে থাকছে তা নিয়ে আলোচনা হবে। নির্বাচনের আগেই বাংলায় রণকৌশল শানাতে চাইছে বিজেপির শীর্ষ নেতৃত্ব।