Yes Madam | অফিসে কাজের চাপের জন্য স্ট্রেস! সমীক্ষায় জানতে পেরেই ছাটাই করলো সংস্থা
Monday, December 9 2024, 6:19 pm
Key Highlights
সমীক্ষায় যে যে কর্মীদের স্ট্রেস রয়েছে বলে দেখা গিয়েছে তাঁদের ছাঁটাই করা হয়েছে।
অফিসে কাজের চাপের জন্য কর্মীদের স্ট্রেস বাড়ছে কিনা জানতে চেয়ে নিজেই সমীক্ষা করেছিল একটি স্টার্টআপ সংস্থা। কিন্তু, সেখানে যে কর্মীরা স্ট্রেসের কথা বলেছেন তাঁদেরই ছাঁটাই করলো ওই সংস্থা! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে স্যালোঁ হোম সার্ভিস স্টার্ট আপ ইয়েসম্যাডাম (Yesmadam) সংস্থার HR ডিপার্টমেন্টের পাঠানো একটি মেলের স্ক্রিনশট। সেখানে বলা হয়েছে, সমীক্ষায় যে যে কর্মীদের স্ট্রেস রয়েছে বলে দেখা গিয়েছে তাঁদের ছাঁটাই করা হয়েছে। ই মেলে বলা হয়েছে, সংস্থা চায় অফিসে যেন ভালো পরিস্থিতি থাকে। এই সিদ্ধান্তের জেরে সমালোচনার সম্মুখীন ওই সংস্থা।