Wrestler Death । কুস্তির মঞ্চে জেতা "বিক্রম" হেরে গেলেন জীবনের কাছে , বিয়ের আগেই হৃদরোগে মৃত্যু হলো তারকা কুস্তিগীরের

Thursday, December 5 2024, 2:39 am
highlightKey Highlights

৭দিন পরেই ছিল বিয়ে। তার আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন মহারাষ্ট্রের কুস্তিগীর বিক্রম পারখি।


৭দিন পরেই ছিল বিয়ে। তার আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন মহারাষ্ট্রের কুস্তিগীর বিক্রম পারখি। পরিবার সূত্রে খবর , বুধবার যথাসময়ে অনুশীলনে গিয়েছিলেন বিক্রম। হঠাৎ তাঁর শরীর খারাপ লাগতে শুরু করে। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। কঠোর পরিশ্রম ও প্রশিক্ষণের জোরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনেক শিরোপা জিতেছেন বছর ৩০শের এই কুস্তিগীর। জিতেছেন কুমার মহারাষ্ট্র কেশরি উপাধিও। মুলশি গ্রামের কুস্তিগীরের অকস্মাৎ মৃত্যুতে শোকের ছায়া কুস্তি জগতে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File