অ্যান্টার্কটিকায় গলবে সবচেয়ে বড় বরফের চাঙড়! বিজ্ঞানীদের সতর্কবার্তা জলমগ্ন হতে পারে বহু শহর।

Wednesday, November 25 2020, 12:51 pm
highlightKey Highlights

ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে এসেছে, হুঁশিয়ারি দিলেন বিজ্ঞানীরা। উষ্ণায়নের দরুন মহাসাগর আর সমুদ্রের জল উত্তরোত্তর যে ভাবে গরম হয়ে উঠছে তাতে পৃথিবীর সবচেয়ে বড় বরফের চাঙড়টিও আর ক’দিন পর হয়তো গলতে শুরু করবে। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল ‘প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস’-এ। পৃথিবীর সবচেয়ে বড় বরফের চাঙড় ‘ইস্ট অ্যান্টার্কটিক আইস শিট’টি রয়েছে দক্ষিণ মেরু অ্যান্টার্কটিকায়। পৃথিবীর দক্ষিণ মেরুও রয়েছে এই ইস্ট অ্যান্টার্কটিকায়। সমুদ্রপৃষ্ঠ থেকে এই দৈত্যাকার বরফের চাঙরটির উচ্চতা প্রায় ৩ হাজার মিটার। মাউন্ট এভারেস্টের উচ্চতার প্রায় ৩৫/৪০ ভাগ। বিজ্ঞানীদের আশঙ্কা, জলের তলায় তলিয়ে যেতে পারে ভারত, আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশের বহু শহর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File