শহর কলকাতা

SSKM | SSKM-এ নতুন উডবার্ন ওয়ার্ডের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

SSKM | SSKM-এ নতুন উডবার্ন ওয়ার্ডের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Key Highlights

SSKM-এ নবনির্মিত উডবার্ন-২ ‘অনন্য’ ভবনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

SSKMএ নতুন সংযোজন উডবার্ন ২ ইউনিট ‘অনন্য’। আজ এই ভবনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি বেডের মূল্য হিসেবে নির্ধারিত অর্থ দু’হাজার টাকা কমানোর কথাও জানিয়েছেন তিনি। সিঙ্গল কেবিনের দাম ধার্য হয়েছে পাঁচ হাজার, সিঙ্গল স্যুইট আট হাজার, HDU (লাইফ সেভিংস ফেসিলিটি সহ) ১২ হাজার এবং ITU ফেসিলিটি সমেত ১৫ হাজার টাকা। ‘অনন্য’তে থাকছে ১৩১টি বেডের সুবিধা। এর মধ্যে রয়েছে ১০২টি কেবিন, ৮টি স্যুইট। HDUতে ৬টি বেড এবং ITUতে ১৫টি বেড রয়েছে।