SSC Recruitment Exam | ‘দাগি অযোগ্য’-রা বসতে পারবেন পরীক্ষায়? জানালেন SSC চেয়ারম্যান

Saturday, September 6 2025, 3:13 pm
highlightKey Highlights

একজনও ‘দাগি অযোগ্য’ যাতে SSC পরীক্ষায় (SSC Recruitment Exam) বসতে না পারেন, কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।


সুপ্রিম নির্দেশে ইতিমধ্যেই ১ হাজার ৮০৬ জন ‘দাগি অযোগ্য’ শিক্ষকের তালিকা প্রকাশ করেছে কমিশন। কড়া নির্দেশ দেওয়া হয়েছে, একজনও ‘দাগি অযোগ্য’ যাতে SSC পরীক্ষায় (SSC Recruitment Exam) বসতে না পারে। শনিবার সাংবাদিক বৈঠকে SSC চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বললেন, “প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং অ্যাডমিট কার্ড প্রভিশনাল। এমনও উদাহরণ আছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার পর তার ফল বেরল না। দেখা গেল তার কোনও গণ্ডগোল ছিল। তবে সেটা কোনও কথা নয়।”এবারের পরীক্ষায় যাতে কোনও বেনিয়ম না হয় সে বিষয়ে সতর্ক কমিশন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File