SSC | ‘যোগ্য’ চাকরিহারা স্কুলশিক্ষকদের পুরোনো চাকরিতে বহালের প্রক্রিয়া শুরু করল রাজ্য!

প্রায় ছ’মাস পরে সেই ‘যোগ্য’ চাকরিহারাদের মধ্যে যাঁরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষকতা করতেন, তাঁদের পুরোনো চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু করল রাজ্য।
সুপ্রিম নির্দেশে দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল শিক্ষকদের পুরো প্যানেলই বাতিল হয়ে গিয়েছে। প্রায় ছ’মাস পরে যেসব 'যোগ্য' শিক্ষকেরা আগে থেকেই অন্যত্র সরকারি ক্ষেত্রে কর্মরত ছিলেন তাঁদের মধ্যে মোট ৫৪৬ জনকে পুরোনো চাকরিতে ফেরানোর অনুমতি দিয়েছে বিকাশ ভবন। ইতিমধ্যেই কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। ২৫ অক্টোবর হবে কাউন্সেলিং। পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, কোচবিহার ইত্যাদি বিভিন্ন জেলার প্রার্থীদের নানা সময়ে ডাকা হয়েছে।