SSC Abhijan | SSC অভিযানের নামে অশান্তির ছক! আপত্তিজনক অডিও ক্লিপ প্রকাশ বিধাননগর পুলিশ কমিশনারেটের
Sunday, August 17 2025, 2:49 pm
Key Highlightsএসএসসি অভিযানের নামে অশান্তির ছক! অডিও ক্লিপ প্রকাশ করে বিস্ফোরক দাবি বিধাননগর পুলিশ কমিশনারেটের।
আগামী ১৮ আগস্ট এসএসসি ভবন অভিযান। অভিযানের অনুমতি দেয়নি পুলিশ। বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের দুই সদস্যের কথোপকথনের অডিও ক্লিপ প্রকাশ করা হয়েছে। প্রায় ৬ মিনিটের ওই অডিও ক্লিপে পুলিশকে লক্ষ্য করে সকেট ও পেট্রল বোমা ছোড়া, পাথর ছোড়া, দেশলাই দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। পুলিশের দাবি, এসএসসি অভিযানের নামে হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা রয়েছে চাকরিহারাদের। যদিও পুলিশের দাবি খারিজ করেছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্য সুমন বিশ্বাস।
- Related topics -
- শহর কলকাতা
- এসএসসি
- চাকরি দুর্নীতি
- প্রাথমিক শিক্ষক নিয়োগ
- ভুয়ো শিক্ষক নিয়োগ
- টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলন
- বিধাননগর কমিশনার

