SSC | প্রকাশিত হলো SSCর নবম-দশম ও একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষাসূচি, কবে কবে হবে পরীক্ষা?

Thursday, July 24 2025, 5:23 pm
highlightKey Highlights

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এসএসসি। এবার সেই পরীক্ষার দিন ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন।


গত ৩ই এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে ২০১৬ সালের SSCর প্যানেলের প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়। গত ১৪ জুলাই শেষ হয়েছে আবেদন প্রক্রিয়া। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, আগামী ৭ সেপ্টেম্বর ও ১৪ সেপ্টেম্বর SSCর নিয়োগের পরীক্ষা হবে। ৭ তারিখে নবম দশম ও ১৪ তারিখে একাদশ দ্বাদশের পরীক্ষা হবে। ওই দুদিন দুপুর ১২টা থেকে শুরু হবে পরীক্ষা। পরীক্ষা চলবে ১ ঘণ্টা ৩০ মিনিট ধরে। দৃষ্টিশক্তিহীন প্রার্থীদের অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File