Mohun Bagan | ফের মোহনবাগানের সচিব পদে বসলেন সৃঞ্জয় বোস, আনুষ্ঠানিকভাবে ঘোষণা নির্বাচন কমিটির

Saturday, June 14 2025, 4:38 pm
Mohun Bagan | ফের মোহনবাগানের সচিব পদে বসলেন সৃঞ্জয় বোস, আনুষ্ঠানিকভাবে ঘোষণা নির্বাচন কমিটির
highlightKey Highlights

শনিবার সন্ধ্যায় মোহনবাগানের নব্য সচিব সৃঞ্জয় বোসের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন মোহনবাগান নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়।


মোহনবাগানের নির্বাচন ঘিরে তুঙ্গে চড়েছিল পারদ। অবশেষে সমঝোতায় এসেছেন দুই কর্তা সৃঞ্জয় বোস ও দেবাশিস দত্ত। ৯ জুন বিনা বাধায় সচিব পদে মনোনয়ন জমা দেন সৃঞ্জয়বাবু। তিনি ছাড়া সচিব পদের জন্য আর কেউই মনোনয়ন জমা দেননি। ফলে মোহনবাগানের সচিব পদে ফিরলেন সৃঞ্জয় বোস। শনিবার সন্ধ্যায় মোহনবাগান নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায় নব্য সচিবের নাম ঘোষণা করেছেন। সূত্রের খবর, আগামী তিন বছরের জন্য সচিব হবেন সৃঞ্জয় বোস এবং সভাপতি হবেন দেবাশিস দত্ত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File