'কাকাবাবুর প্রত্যাবর্তন'! কাকাবাবুর সঙ্গে ঘুরে আসুন আফ্রিকার জঙ্গলে, প্রকাশ্যে টিজার।
Monday, November 16 2020, 8:23 am
Key Highlights
শনিবার মুক্তি পেয়েছে 'কাকাবাবুর প্রত্যাবর্তন'-এর টিজার। ছবির টিজারে মন কাড়ল আফ্রিকার জঙ্গলের দৃশ্য। ভিসা লাগবে না ভ্রমণপ্রিয় মনকে নিয়েই খ্রিস্টমাসে ঘুরে আসতে পারেন সুদূর মাসাইমারা, কেনিয়া সহ সুদূর দক্ষিণ আফ্রিকায়। সঙ্গী অবশ্যই কাকাবাবু! পুজোতে মুক্তি দেওয়া সম্ভব হয়নি তবে খ্রিস্টমাসে মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'কাকাবাবুর প্রত্যাবর্তন'। 'মিশর রহস্য', 'ইয়েতি অভিযান'-এর পর এটা সৃজিত মুখোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের তৃতীয় ছবি। কাকাবাবু সিরিজের গত দুটি ছবিতে কাকাবাবু আর সন্তুর নতুন রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার সিনেমাপ্রেমীদের মন কাড়তে সফল। এবার 'কাকাবাবুর প্রত্যাবর্তন'-এর গল্পের হাত ধরে দর্শকদের আফ্রিকার জঙ্গলে নিয়ে যেতে চলেছেন পরিচালক।
- Related topics -
- বিনোদন
- প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
- কাকাবাবুর প্রত্যাবর্তন
- সৃজিত মুখোপাধ্যায়