Mohana Singh । ভারতের প্রথম মহিলা হিসেবে তেজস পাইলট হচ্ছেন স্কোয়াড্রন লিডার মোহনা সিং
Wednesday, September 18 2024, 10:06 am
Key Highlights
ভারতীয় বায়ুসেনায় 'তেজস' যুদ্ধবিমান চালানো প্রথম মহিলা পাইলট হলেন স্কোয়াড্রন লিডার মোহনা সিং।
ভারতের প্রথম মহিলা তেজস পাইলট হচ্ছেন মোহনা সিং। স্কোয়াড্রন লিডার মোহনা ওড়াবেন লাইট কমব্যাট এয়ারক্র্যাফট (LCA) তেজস। ‘মেড ইন ইন্ডিয়া’ এলসিএ তেজস যুদ্ধবিমানের ১৮টি ‘ফ্লাইং বুলেটস’ স্কোয়াড্রনে প্রথম মহিলা ফাইটার পাইলট হলেন তিনি। এই পদক্ষেপটি ভারতীয় বায়ুসেনায় কর্মরত মহিলাদের জন্য একটি বড় সাফল্য। মোহনা সিং,ভাবনা কান্ত এবং অবনী চতুর্বেদী বায়ুসেনার মহিলা ফাইটার পাইলটদের প্রথম দলে ছিলেন। ৮ বছর আগে ভারতীয় বায়ুসেনায় যোগ দেন মোহনা। বর্তমানে মোহনা এলসিএ তেজস জেট বিমান চালান।
- Related topics -
- দেশ
- ভারত
- ভারতীয় সেনা
- ভারতীয় বায়ুসেনা
- ভারতীয় সেনা