ওয়েলসের কাছে ২–০ ব্যবধানে পরাজিত হল তুরস্ক, ওয়েলসের বিরুদ্ধে জয় অধরাই থেকে গেল তুরস্কের
Saturday, June 19 2021, 2:52 pm
Key Highlightsওয়েলস ২–০ গোলের ব্যবধানে তুরস্ককে হারিয়ে পরের রাউন্ডে যাওয়ার রাস্তা অনেকটাই প্রশস্ত করল। সুইজারল্যন্ডের সাথে আগের ম্যাচে ড্র হয় ফলে প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে তুরস্কর বিরুদ্ধে জেতা ছাড়া আর কোনো উপায় ছিল না ওয়েলসের কাছে। বলের দখল বেশি থাকলেই যে সবসময় জেতা যায় না তা প্রমাণ হল। র্যামসে ম্যাচের ৪২ মিনিটে গ্যারেথ বেলের দুর্দান্ত লব ধরে এগিয়ে দেন ওয়েলসকে। ব্যর্থ হয় তুরস্ক এবং নিজেদের লক্ষ্যে সফল হল ওয়েলস।