খেলাধুলা

শুরু হয়ে গিয়েছে ফিফা অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের টিকিট বিক্রি, কীভাবে কাটবেন টিকিট জেনে নিন বিশদে

শুরু হয়ে গিয়েছে ফিফা অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের টিকিট বিক্রি, কীভাবে কাটবেন টিকিট জেনে নিন বিশদে
Key Highlights

ভারতে ফিফার দ্বিতীয় ইভেন্টের আসর বসতে আর মাত্র দশ দিন বাকি । অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপকে কেন্দ্র করে সেজে উঠেছে প্রতিটি আয়োজনকারী শহর। শুরু হয়েছে অনলাইন টিকিট বিক্রিও।

ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের আসন্ন সেই কারণে ভুবনেশ্বর, গোয়া এবং নভি মুম্বইয়ে অফ-লাইনে টিকিট বিক্রি শুরু হল। আর মাত্র দশ দিন বাকি ভারতে ফিফার দ্বিতীয় ইভেন্টের আসর বসতে। 

অনলাইনে কোথায়, কখন, কী ভাবে কাটবেন টিকিট? জেনে নিন টিকিটের মূল্য কত রাখা হয়েছে

সমর্থকেরা এবার সামান্য কিছু টাকা খরচ করে স্টেডিয়ামে বসে ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের আনন্দ নিতে পারেন। ফিফার তরফ থেকে দুই ধরনের টিকিট বর্তমানে অফলাইনে ছাড়া হয়েছে। টিকিটের মূল্য রাখা হয়েছে সাধারণের নাগালের মধ্যে। এই মুহূর্তে ১০০ টাকা এবং ২০০ টাকার টিকিট বিক্রি হচ্ছে।

ম্যাচ ডে ছাড়া অন্যান্য দিন সকাল ১১'টা থেকে সন্ধ্যা ৬'টা পর্যন্ত টিকিট বিক্রি হবে। ম্যাচ ডে-এক দিন সকাল ১১'টা থেকে দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার আগে পর্যন্ত টিকিট বিক্রি হবে। প্রতিটি ম্যাচ ডে-তে দু'টি করে খেলা হবে। প্রথম ম্যাচটি খেলা হবে বিকেল সাড়ে ৪'টা থেকে এবং দ্বিতীয় ম্যাচটি খেলা হবে রাত ৮'টা থেকে।

এছাড়াও বিশ্বকাপের টিকিট আপনারা কাটতে পারবেন অনলাইনেও। FIFA.com/tickets-এই সাইটে গিয়ে টিকিট কেটে ফেলতে পারেন। কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই পেমেন্টের মাধ্যমে টিকিট কাটতে পারবেন। এ ছাড়া আন্তর্জাতিক কার্ডেও কাটা যাবে টিকিট। প্রতি ট্রানজেকশনে সর্বাধিক দশটি টিকিট কাটতে পারবেন। তিনটি স্টেডিয়ামেই সমর্থকদের জন্য গেট খোলা হবে দুপুর আড়াইটা থেকে। ১৮ বছরের নীচের সমর্থকের গুরুজনের সঙ্গে স্টেডিয়ামে প্রবেশ করতে হবে, দুই বছরের নীচের বাচ্চাদের টিকিট লাগবে


ISRO | চাঁদের মাটিতেই ঘুমোচ্ছে বিক্রম-প্রজ্ঞান! সঙ্গে চাঁদের দুই মেরুতে আরও জলের সন্ধান পেল ইসরো!
Covishield Vaccine | কোভিশিল্ড ভ্যাকসিনের মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ার কথা আদালতে স্বীকার করলো সংস্থা! হতে পারে বিরল রোগ টিটিএস! কতটা ভয়ানক এই রোগ?
Short Trip in West Bengal | পকেটে কম চাপ দিয়ে কমদিনেই ঘুরে আসতে পারেন এইসব জায়গায়! পাহাড় থেকে সমুদ্র, সেরা অফবিট ডেস্টিনেশনের খোঁজ থাকলো এখানে!
আজকের সেরা খবর | বিদ্যুতের চাহিদা সামাল দিতে ভিনরাজ্য থেকে ১০০টি জেনারেটর আনলো CESC!
ইসলামি পণ্ডিত আল্লামা মামুনুল হকের জীবনী | Biography of Allama Mamunul Haque, a Bangladeshi Deobandi Islamic scholar
মহাপ্রভু শ্রীচৈতন্য | চৈতন্যদেবের জীবনকাহিনী | Lifestory of Chaitanya Mahaprabhu in Bengali
পৃথিবীর সপ্তম আশ্চর্যের নাম ও ছবি | 7 wonders of the world in Bengali | পৃথিবীর সপ্তাশ্চর্য