Sporting vs Arsenal | চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে আর্সেনালের কাছে ৫ গোল খেয়ে লজ্জাজনক হার স্পোর্টিংয়ের

Wednesday, November 27 2024, 9:43 am
highlightKey Highlights

চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের কাছে ৫ গোল খেয়ে লজ্জাজনক হার স্পোর্টিংয়ের।


চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের কাছে ৫ গোল খেয়ে লজ্জাজনক হার স্পোর্টিংয়ের। ঘরের মাঠে আর্সেনালের বিরুদ্ধে নেমেছিল স্পোর্টিং। ম্যাচের শুরুর ৭ মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল। টিম্বারের ক্রস থেকে হেডে গোল করেন মার্তিনেল্লি। ২১ মিনিটে বুকায়ো সাকার অ্যাসিস্ট থেকে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন কাই হাভার্তজ়। ৪৫ মিনিটে তৃতীয় গোল পায় আর্সেনাল। দেক্লান রাইসের ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহাস। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করলেও ফিরতে পারেনি স্পোর্টিং। ম্যাচ হেরে হতাশ স্পোর্টিং সিপি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File