Indian Railway | বাড়বে বন্দে ভারতের গতি! ২৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ছুটবে নয়া ট্রেন
Saturday, November 30 2024, 10:11 am
Key Highlightsবন্দে ভারতের গতি হতে পারে সর্বোচ্চ ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত। এছাড়াও চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে শুরু হয়েছে এক ট্রেন সেট তৈরির কাজ।
প্রায় গোটা ভার জুড়ে রেল ট্র্যাকে চলছে সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত। তবে এবার এই ট্রেনেরই গতি আরও বাড়ানোর কথা জানালেন খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানান, বন্দে ভারতের গতি হতে পারে সর্বোচ্চ ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত। এছাড়াও চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে শুরু হয়েছে এক ট্রেন সেট তৈরির কাজ। জানা গিয়েছে, ২৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ছুটবে সেই ট্রেন। অর্থাৎ বন্দে ভারতের প্রায় দ্বিগুণ বেগে ট্রেন ছুটবে।
- Related topics -
- দেশ
- ভারত
- ভারতীয় রেল
- রেলওয়ে বোর্ড
- বন্দে ভারত
- বুলেট ট্রেন

