মহা শিবরাত্রি উপলক্ষে হাওড়া-তারকেশ্বর রুটে বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল

Thursday, March 11 2021, 8:10 am
মহা শিবরাত্রি উপলক্ষে হাওড়া-তারকেশ্বর রুটে বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল
highlightKey Highlights

প্রতি বছর মহা শিবরাত্রি উপলক্ষে ভক্তদের ঢল নামে তারকেশ্বরে। সারা বছরই এরাজ্য সহ ভিন রাজ্যের পুণ্যার্থীরাও এখানে ছুটে যান বাবার মাথায় জল ঢালতে। কোভিড কালে শিব চতুর্দশীতে এবার একাধিক বিধি থাকছে। আর এই মহা শিবরাত্রি উপলক্ষে স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল। পূর্ব রেল জানিয়েছে, আজ এবং আগামীকাল হাওড়া থেকে তারকেশ্বরের মধ্যে এক জোড়া বিশেষ ট্রেন চলবে। আজ, ১১ মার্চ এবং আগামীকাল ১২ মার্চ হাওড়া থেকে দুপর ২টো ৪৫ নাগাদ ছাড়বে আপ ট্রেন। শেওড়াফুলি জংশনে পৌঁছবে ৩টে ২২ নাগাদ। সেখান থেকে ট্রেন ছাড়বে ৩টে ২৪ নাগাদ। তারকেশ্বর পৌঁছবে বিকেল ৪টে ১৫ নাগাদ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File