দেশ

WBJEE Special Train | জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য বিশেষ ট্রেন পরিষেবা!

WBJEE Special Train | জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য বিশেষ ট্রেন পরিষেবা!
Key Highlights

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীদের জন্য বিশেষ ট্রেন চালু করার সিদ্ধান্ত। পটনা থেকে হাওড়া পর্যন্ত চলবে এই ট্রেন।

যেসকল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীরা (WBJEE) বিহার থেকে পশ্চিমবঙ্গে পরীক্ষা দিতে আসবেন তাদের জন্য সুখবর দিলো ভারত রেল (Indian Railway)। পরীক্ষার দিন ভিড় সামলাতে পরীক্ষা স্পেশ্যাল ট্রেন (Exam Special Train) চালানোর সিদ্ধান্ত নিলো রেলওয়ে বোর্ড (Railway Board)।

সূত্রের খবর, এই পরীক্ষা স্পেশ্যাল ট্রেনটি চলবে আগামী ২৯ এপ্রিল পটনা (Patna) থেকে হাওড়া (Howrah) এবং তারপরের দিন অর্থাৎ ৩০ এপ্রিল হাওড়া থেকে পটনা পর্যন্ত। আগামী ২৯ এপ্রিল দুপুর ২টোয় পটনা থেকে ছাড়বে ০৩২৫২ নম্বর পরীক্ষা স্পেশ্যাল ট্রেনটি, যা হাওড়ায় পৌঁছবে ২৯ এপ্রিল রাত ১১.৪৫-এ। জানা গিয়েছে, এই ট্রেনটি পটনা থেকে হাওড়া যাওয়ার সময় মাঝপথে দাঁড়াবে বখতিয়ারপুর, মোকামা, লক্ষ্মীসরাই, কিউল, ঝাঝা, জসিডি, মধুপুর, চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান এবং ব্যান্ডেল স্টেশনে।

অন্যদিকে, ৩০ এপ্রিল হাওড়া থেকে ০৩২৫১ নম্বর পরীক্ষা স্পেশাল ট্রেনটি পটনার জন্য রওনা দেবে রাত ১১টায়, যা গন্তব্যে পৌঁছবে পরের দিন অর্থাৎ ১ মে, সোমবার সকাল ১০টায়। ফেরার পথে এই ট্রেনটি থামবে ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর, জসিডি, ঝাঝা, কিউল, লক্ষ্মীসরাই, মোকামা, বখতিয়ারপুর স্টেশনে।

রেল সূত্রে খবর, পটনা-হাওড়া এই পরীক্ষা স্পেশ্যাল ট্রেনটিতে থাকবে মোট ২৪টি কোচ (Coach)। যার মধ্যে দু’টি দ্বিতীয় শ্রেণির শীতাতপ নিয়ন্ত্রিত কামরা (2 Tier AC), চারটি তৃতীয় শ্রেণির শীতাতপ নিয়ন্ত্রিত কামরা (3 Tier AC), ১৪টি স্লিপার (Sleeper), দু’টি সাধারণ (General) এবং দু’টি এসএলআর (SLR) কামরা থাকবে।

প্রসঙ্গত, প্রায়শই অন্য রাজ্যে পরীক্ষা দিতে যাওয়ার সময় যাতায়াতে নানান অসুবিধার সম্মুখীন হতে হয় পরীক্ষার্থীদের। আর এরকম পরীক্ষার সময় দেখা যায় ট্রেনে অত্যাধিক ভিড়, যা সামলাতে রীতিমতো নাকানি-চোবানি খেতে হয় রেল কর্তৃপক্ষকে। তবে সেই সমস্যা এড়াতেই এবার পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় চালানো হবে বিশেষ ট্রেন।  


West Bengal Weather | তীব্র দাবদাহ থেকে অবশেষে স্বস্তি! আগামী সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস!
Madhyamik 2024 | ৮০ দিনের মাথায় প্রকাশ মাধ্যমিক ২০২৪-এর ফলাফল! ৬৯৩ নম্বর পেয়ে প্রথম কোচবিহারের চন্দ্রচূড় সেন! পাশের হারে কলকাতাকে টেক্কা দিয়ে এগিয়ে জেলা!
Frozen Shoulder | ঘণ্টার পর ঘণ্টা অফিসে বসে কাজ করার ফলে কাঁধের ব্যথা পরিণত হতে পারে ফ্রোজেন শোল্ডারের সমস্যায়! দ্রুত উপশম পেতে করুন এই ৫টি ব্যায়াম!
New Rules From 1st May | আগামী ১ মে থেকে ICICI, HDFC ও Yes ব্যাঙ্কের সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে বসাতে চলেছে অতিরিক্ত শুল্ক! বদল হবে ক্রেডিট কার্ডের নিয়মও!
বীর বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের জীবনী, Masterda Surya Sen Biography in Bengali
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
পৃথিবীর সপ্তম আশ্চর্যের নাম ও ছবি | 7 wonders of the world in Bengali | পৃথিবীর সপ্তাশ্চর্য