Special Train | বাতিল শয়ে শয়ে বিমান, যাত্রী সুবিধার্থে স্পেশাল ট্রেন চালাচ্ছে দক্ষিণ পূর্ব রেলওয়ে

Saturday, December 6 2025, 3:57 pm
highlightKey Highlights

যাত্রীদের কথা মাথায় রেখে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল দক্ষিণ-পূর্ব রেলওয়ে। শনিবার থেকে চালু হয়ে গিয়েছে ট্রেন।


ইন্ডিগো ফ্লাইট পরিষেবা স্বাভাবিক হতে সময় লাগবে। এই পরিস্থিতিতে শনিবার থেকে স্পেশাল ট্রেন চালাচ্ছে দক্ষিণ পূর্ব রেলওয়ে। শনিবার রাত্রি ৯টা ৩৫ মিনিটে ছাড়ছে চেরলাপল্লি থেকে ০৭১৪৮ চেরলাপল্লি শালিমার স্পেশাল ট্রেন। রবিবার, দুপুর ২টো ৪৫ মিনিটে ছাড়বে ০৮০৭৩ সাঁতরাগাছি ইলাহাঙ্কা স্পেশাল। সোমবার রাত ১১টা ৫ মিনিটে ০২৮৬৯ সিএসএমটি মুম্বই হাওড়া স্পেশাল এবং তার পরে ২টা ১০ মিনিটে শালিমার থেকে ছাড়বে ০৭১৪৯ শালিমার চেরলাপল্লি স্পেশাল। মঙ্গলবার বিকেল ৪টা ৪৫ মিনিটে ছাড়বে ০৮০৭৪ ইলাহাঙ্কা সাঁতরাগাছি স্পেশাল ট্রেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File