Health and Wellness Programme | আর জি কর কাণ্ডের পর বিশেষ উদ্যোগ! ছোটবেলার থেকেই যৌন সচেতনতার পাঠ এবার স্কুলে স্কুলে

Wednesday, August 28 2024, 12:34 pm
Health and Wellness Programme | আর জি কর কাণ্ডের পর বিশেষ উদ্যোগ! ছোটবেলার থেকেই যৌন সচেতনতার পাঠ এবার স্কুলে স্কুলে
highlightKey Highlights

স্কুলে স্কুলে শিশুদের জন্য 'হেলথ অ‌্যান্ড ওয়েলনেস প্রোগ্রামে'র যৌথ উদ্যোগ নিলো ন্যাশনাল হেলথ মিশন, রাজ্যের শিক্ষা দফতর আর ইকো ইন্ডিয়া।


ছোটবেলার থেকেই যৌন সচেতনতার পাঠ শিখলে ধর্ষণের মতো ঘটনা কমবে বলে দাবি অনেকেরই। এবার সেই কথা মাথায় রেখে স্কুলে স্কুলে শিশুদের জন্য 'হেলথ অ‌্যান্ড ওয়েলনেস প্রোগ্রামে'র যৌথ উদ্যোগ নিলো ন্যাশনাল হেলথ মিশন, রাজ্যের শিক্ষা দফতর আর ইকো ইন্ডিয়া। এখানে যেমন শেখানো হবে কোন কোন খাবার পুষ্টিকর, তেমনই শেখানো হবে বয়ঃসন্ধির নানা সমস্যা এবং কীভাবে তা সহজেই এড়ানো যায়। আর জি কর কাণ্ডের পর এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের নানা ক্ষেত্রের মানুষ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File