Shah Rukh Khan | প্যারিসের গ্রেভিন মিউজিয়ামের তরফ থেকে 'কিং' খানকে বিশেষ সম্মান! মিউজিয়ামে শোভা পেল শাহরুখের স্বর্ণমুদ্রা

Wednesday, July 24 2024, 12:52 pm
Shah Rukh Khan | প্যারিসের গ্রেভিন মিউজিয়ামের তরফ থেকে 'কিং' খানকে বিশেষ সম্মান! মিউজিয়ামে শোভা পেল শাহরুখের স্বর্ণমুদ্রা
highlightKey Highlights

সম্প্রতি প্যারিসের গ্রেভিন মিউজিয়ামের তরফ থেকে বিশেষ সম্মান জানানো হল বলিউড কিং-শাহরুখ খানকে।


কিং খান যে কেবল ভারতের নয়, গোটা বিশ্বের 'বাদশাহ' তা প্রমাণ করে দিলেন আরও একবার। সম্প্রতি প্যারিসের গ্রেভিন মিউজিয়ামের তরফ থেকে বিশেষ সম্মান জানানো হল বলিউড কিং-শাহরুখ খানকে। তাঁদের মিউজিয়ামে এবার শোভা পেল শাহরুখের স্বর্ণমুদ্রা! প্যারিসের এই মিউজিয়ামে, এই প্রথম কোনও অভিনেতার নামে এমন স্বর্ণমুদ্রা তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই জনপ্রিয় বলি অভিনেতা শাহরুখ খানকে এই বিশেষ সম্মান দেওয়ায় যেমন অভিনেতা খুশি তেমনই উচ্ছাসিত তাঁর অনুরাগীরাও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File