Starlink Satellites । যে কোনও সময়ে পৃথিবীতে আছড়ে পড়তে চলেছে SpaceX এর ২০টি কৃত্রিম Starlink উপগ্রহ!

Saturday, July 20 2024, 6:19 am
highlightKey Highlights

পৃথিবীতে আছড়ে পড়তে চলেছে ২০টি কৃত্রিম উপগ্রহ! সম্প্রতি একসঙ্গে ২০টি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে ইলন মাস্কের সংস্থা SpaceX।


পৃথিবীতে আছড়ে পড়তে চলেছে ২০টি কৃত্রিম উপগ্রহ! সম্প্রতি একসঙ্গে ২০টি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে ইলন মাস্কের সংস্থা SpaceX। তবে Falcon 9 রকেটটিতে সমস্যা দেখা দেয়। যার ফলে পৃথিবীর উপর মাত্র ১৩৫ কিলোমিটার উঁচুতে কার্যত ঝুলে রয়েছে মাস্কের সংস্থারই ২০টি কৃত্রিম Starlink উপগ্রহ। Falcon 9 কৃত্রিম উপগ্রহগুলিকে মহাকাশে মুক্ত করে দিলেও বৃত্তাকারে কক্ষপথ পরিক্রমণ সম্পূর্ণ করতে পারেনি। কৃত্রিম উপগ্রহগুলির বেঁচে থাকার কোনও সম্ভাবনা নেই। ফলে যে কোনও মুহূর্তে আছড়ে পড়বে সেগুলি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File