মহাকাশে ভ্রমণ! সুযোগ এনে দিচ্ছে স্পেসএক্স-‘ইনস্পিরেশন ৪
Thursday, February 4 2021, 8:09 am
Key Highlightsযাঁরা মহাকাশ ভ্রমণ করতে চান, তাঁদের জন্য স্পেসএক্স সুযোগ করে দিচ্ছে। ‘ইনস্পিরেশন ৪’ নামে এই প্রকল্পটি চালু হবে এ বছরের চতুর্থ ত্রৈমাসিকে, জানিয়েছে এই সংস্থাটি। তাঁরা আরও জানিয়েছে, মিশনে অংশগ্রণকারী ব্যক্তিদের নির্বাচিত করার পর তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। শুধু তাই নয়, ‘ইনস্পিরেশন ৪’ প্রকল্পের সঙ্গে জড়িত কর্মীদেরও গোটা বিষয়টি নিয়ে একটা প্রশিক্ষণের আয়োজন করা হবে। প্রথম কোন ৪ জন যাবেন, আগামী সপ্তাহে তাঁদের নাম ঘোষণা করা হবে। এটি প্রত্যেক ৯০ মিনিটে সেই ক্যাপসুল পৃথিবীর কক্ষপথকে প্রদক্ষিণ করবে।