Sunita Williams | NASA থেকে অবসর! মহাশুন্যকে বিদায় ‘মহাকাশ কন্যা’ সুনীতার
Wednesday, January 21 2026, 6:43 am

Key Highlightsমহাকাশ গবেষণায় উজ্জ্বল ২৭ বছর কাটানোর পর NASA থেকে অবসর নিলেন এই ভারতীয় বংশোদ্ভূত ‘মহাকাশ কন্যা’।
১৯৯৮ সালের জুন মাসে ১৮ তম মহাকাশচারী দলের অংশ হিসাবে NASAয় যোগ দেন ভারতীয় বংশোদ্ভূত সুনীতা উইলিয়ামস। মহাকাশ গবেষণায় উজ্জ্বল ২৭ বছর কাটানোর পর NASA থেকে অবসর নিলেন মহাকাশ কন্যা। মঙ্গলবার আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্রকে বিদায় জানিয়েছেন তিনি। NASAর ইতিহাসে অন্যতম সফল নভোচর হলেন সুনীতা। নিজের মহাকাশ কেরিয়ারের ৬০৮ দিন কাটিয়েছেন মহাকাশে। মোট তিন বার মহাশূন্যে পাড়ি দিয়েছেন তিনি। গড়েছেন ২৯ ঘণ্টা ১৭ মিনিটের চারটি স্পেসওয়াক করে তৎকালীন বিশ্বরেকর্ড। বয়স ৬০ এর কোঠায় পৌঁছতেই অবসর নিলেন তিনি।
- Related topics -
- আন্তর্জাতিক
- মহাকাশযান
- মহাকাশ
- মহাকাশচারী
- সুনীতা উইলিয়ামস
- স্পেস ম্যানেজমেন্ট টুল
- নাসা
- ভারত
- আমেরিকা
- অবসর


