Ajith Kumar । রেসের মাঠেই বিপত্তি, ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে দক্ষিণী সুপারস্টার অজিত কুমার
Wednesday, January 8 2025, 4:28 pm
Key Highlights
দুর্ঘটনার কবলে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও পেশাদার রেসার অজিত কুমার। গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন তারকা। তার গাড়ির গতি ছিল ১৮০ কিলোমিটার।
গাড়ি চালানোর নেশা আছে দক্ষিণী জনপ্রিয় অভিনেতা অজিত কুমারের। আসন্ন ‘দুবাই ২৪ আওয়ার রেস’এ ও অংশগ্রহণ করতে চলেছেন তিনি। তাঁরই অনুশীলনে ব্যাস্ত ছিলেন অভিনেতা। এদিন শুরুতেই বিপত্তি। ১৮০ কিমি বেগে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন অজিত। অনুশীলনের মাঝে একসময় বাউন্ডারিতে গিয়ে আঘাত করে গাড়িটি। এর জেরে দুমড়েমুচড়ে যায় তাঁর গাড়িটির সামনের অংশ। অজিত কুমারের মুখপাত্র সুরেশ চন্দ্র জানিয়েছেন, শারীরিকভাবে অক্ষত আছেন অভিনেতা। বুধবার আবারও অনুশীলন শুরু করবেন অজিত।