India vs South Africa | রিচার রেকর্ডে শেষরক্ষা হলো না, দক্ষিণ আফ্রিকার কাছে ৩ উইকেটে ধরাশায়ী ভারত
Friday, October 10 2025, 6:11 am

আয়োজক ভারতকে তিন উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে উঠে এল দক্ষিণ আফ্রিকা।
মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপ জমজমাট। বৃহস্পতিবার বিশাখাপত্তনমে ভারতকে ৩ উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকা। আয়োজক ভারতকেপেছনে ফেলে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে উঠে এল প্রোটিয়ারা। এদিন টসে জিতে টিম ইন্ডিয়াকে ব্যাটিং করতে পাঠিয়েছিল দক্ষিণ আফ্রিকা। খেলতে নেমে হারলিন, জেমাইমা, হরমনপ্রীত, দীপ্তি, আমনজ্যোত কেউ রান পাননি। মুখরক্ষা করলো রিচা ঘোষের ৯৪ রানের ঝোড়ো ইনিংস। দক্ষিণ আফ্রিকাকে ২৫২ রানের টার্গেট দেয় ভারত। ক্লোয়ির (৭০ রান) এবং ডি ক্লার্কের ( ৮৪ রান) ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচ জিতলো প্রোটিয়ারা।
- Related topics -
- খেলাধুলা
- মহিলা ক্রিকেটার
- ভারতীয় ক্রিকেটদল
- ভারত মহিলা জাতীয় ক্রিকেট দল
- আইসিসি পুরুষ ক্রিকেট কমিটি
- ক্রিকেটার
- ক্রিকেট
- ক্রিকেট বিশ্বকাপ
- টি টোয়েন্টি বিশ্বকাপ
- দক্ষিণ আফ্রিকা
- ভারত