Bangladesh Barge | ভারী বৃষ্টিতে উত্তাল হুগলি নদী, ঢেউ সামলাতে না পেরে নদীর পাড়ে উঠে পড়লো বাংলাদেশি বার্জ
Monday, September 16 2024, 9:33 am

দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে হুগলীতে বাংলাদেশি বার্জ "এমভি সানরাইজ সবুজ বাংলা" নদীর পাড়ে উঠে পড়ে।
অতি ভারী নিম্নচাপের জেরে দিন কয়েক ধরে বৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে। এদিকে বৃষ্টিতে উত্তাল হুগলি নদী। যার জেরে ঢেউ সামলাতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে নদীর পাড়ে উঠে পড়লো একটি বাংলাদেশি বার্জ। কাকদ্বীপের হারুউড পয়েন্ট উপকূল থানার সূর্যনগর এলাকার কাছে এমভি সানরাইজ সবুজ বাংলা নামক বার্জটিতে নদীর পাড়ে উঠে পরে। ওই বার্জে ছিলেন নাবিক সহ ১০ জন বাংলাদেশি। বিষয়টি পুলিশের পক্ষ থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের নজরে আনা হয়েছে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- বাংলাদেশ
- ভারত-বাংলাদেশ