Sourav Ganguly । CAB প্রেসিডেন্ট হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়? তুঙ্গে জল্পনা!

Wednesday, August 6 2025, 9:34 am
highlightKey Highlights

ক্রিকেট প্রশাসক হিসেবে ফের প্রত্যাবর্তন হতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের, সম্প্রতি এমন দাবিই করেছেন খোদ প্রাক্তন BCCI প্রেসিডেন্ট।


ক্রিকেট প্রশাসক হিসেবে ফের প্রত্যাবর্তন হতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের, সম্প্রতি এমন দাবিই করেছেন খোদ প্রাক্তন BCCI প্রেসিডেন্ট। তিনি নিজেই জানিয়েছেন, CAB প্রেসিডেন্ট পদের জন্য এবার তিনি নমিনেশন ফাইল করতে চলেছেন। আর সৌরভ গঙ্গোপাধ্যায় যদি নির্বাচনে দাঁড়ান তাহলে তাঁর CAB প্রেসিডেন্ট হওয়া প্রায় নিশ্চিত। উল্লেখ্য, আগামী ২০ সেপ্টেম্বর CABর বার্ষিক সাধারণ সভা রয়েছে, সেখানে সম্ভবত ইলেকশন নয়, প্রেসিডেন্ট পদের জন্য সরাসরি সিলেকশন হবে। আর সেক্ষেত্রে সৌরভ বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File