হাসপাতাল থেকে ছুটি পেলেন সৌরভ গাঙ্গুলী, চিকিৎসক সূত্রে জানা যাচ্ছে এখন তিনি সম্পূর্ণ সুস্থ
Sunday, January 31 2021, 11:43 am

রবিবার সকাল ১০টা ৪০ মিনিটে হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। নিজের গাড়িতে হাসপাতাল থেকে বাড়ির ফেরেন মহারাজ। হাসপাতালের তরফে জানানো হয়, সম্পূর্ণ সুস্থ আছেন তিনি।২৭ জানুয়ারি বুকে ব্যথা অনুভব করায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ। ২৮ জানুয়ারি দুটো স্টেন্ট বসানো হয় তাঁর শরীরে। ২ জানুয়ারি প্রথমবার বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ। তখন একটি স্টেন্ট বসানো হয়। গত বুধবার ফের বুকে ব্যথা হওয়ায় হাসপাতালে আসেন তিনি। সৌরভের চিকিৎসার দায়িত্ব ছিলেন আফতাব খান, সপ্তর্ষি বসু এবং সরোজ মণ্ডল।
- Related topics -
- সেলিব্রিটি
- সৌরভ গাঙ্গুলি
- অ্যাপোলো হাসপাতাল