Sourav Ganguly | প্রিন্স অফ ক্যালকাটার কলকাতায় ‘দাদাগিরি’ রাজকুমারের, ঘুরে দেখলেন শুটিং স্পট

রাজকুমারদের টিম ঘুরে দেখছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেটের শুরুয়াত যেখান থেকে, সেই দুখীরাম কোচিং সেন্টার।
ক্রিকেট কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবন, সিনেমার পর্দায় প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গাঙ্গুলীর বায়োপিক দেখতে উন্মুখ হয়ে রয়েছেন দর্শকেরা। জোরকদমে চলছে ছবির লোকেশন বাছার কাজ। আগামী বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসেই শুরু হবে ছবির শুটিং। কলকাতায় এল ছবির গোটা টিম। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেটের শুরু যেখান থেকে, সেই দুখীরাম কোচিং সেন্টার দেখতে গিয়েছিল রাজকুমারদের টিম। সূত্রের খবর, বুধবার তাঁদের সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার কথাও রয়েছে। দাদার নিজের শহর কলকাতা থেকেই শুরু হবে শুটিং।
- Related topics -
- বিনোদন
- রাজকুমার রাও
- সৌরভ গাঙ্গুলি
- বায়োপিক
- সিনেমাা
- শহর কলকাতা
- খেলাধুলা