বিনোদন

Sourav Ganguly | Netflix-এর পর্দায় সৌরভ গঙ্গোপাধ্যায়! এবার কি অভিনয় জগতে পা রাখতে চলেছেন 'দাদা'?

Sourav Ganguly | Netflix-এর পর্দায় সৌরভ গঙ্গোপাধ্যায়! এবার কি অভিনয় জগতে পা রাখতে চলেছেন 'দাদা'?
Key Highlights

আজ সোশ্যাল মাধ্যমে চারিদিকে ছেয়ে 'দাদা'র পুলিশি লুক!অনেকেরই প্রশ্ন, এবার কি অভিনয় জগতে দেখা যাবে সৌরভকে?

নেটফ্লিক্সের পর্দায় সৌরভ গঙ্গোপাধ্যায়! আজ সোশ্যাল মাধ্যমে চারিদিকে ছেয়ে 'দাদা'র পুলিশি লুক! অনেকেরই প্রশ্ন, এবার কি অভিনয় জগতে দেখা যাবে সৌরভকে? আসলে ‘খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার’ সিরিজের প্রচারমূলক ভিডিওতে অভিনয় করেছেন গাঙ্গুলি বাবু। বাংলার রাজনীতির প্রেক্ষাপটে নেটফ্লিক্সে আসছে ‘খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার’ সিরিজ। সেখানে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায় ও একগুচ্ছ বাংলার অভিনেতা অভিনেত্রীকে। আর এই সিরিজেরই প্রচারমূলক ছবিতে কাজ করেছিলেন সৌরভ।