Sourav Ganguly Biopic | পিছিয়ে গেলো সৌরভের বায়োপিকের শুটিং! কারণ জানালেন বড় পর্দার 'দাদা' রাজকুমার রাও!

Tuesday, July 15 2025, 6:19 pm
highlightKey Highlights

রাজকুমার নিজেই বলেন, “আমি দাদার মতো বাঁ হাতি ব্যাটার নই। সেটা রপ্ত করতেই আমার সময় লাগবে।”


ক্রিকেটের মহারাজ সৌরভ গাঙ্গুলির বায়োপিক বড় পর্দায় কবে আসবে তার অধীর আগ্রহে বসে অসংখ্য ভক্ত। পর্দায় প্রিন্স অফ ক্যালকাটার ভূমিকায় ‘দাদাগিরি’ দেখাবেন রাজকুমার রাও। কিন্তু এরই মধ্যে শুটিং পিছিয়ে দেওয়া হয়েছে বলে খবর। জানা গিয়েছে, সৌরভ গাঙ্গুলির জীবনকাহিনি পর্দায় ফুটিয়ে তুলতে কোনওরকম খামতি রাখতে চাইছেন না নির্মাতারা। সেই কারণেই নিত্যদিন মাঠে ঘাম ঝরানোর পাশাপাশি হরেক প্রস্তুতির মধ্য দিয়ে যেতে হচ্ছে বলি অভিনেতাকে। রাজকুমার নিজেই বলেন, “আমি দাদার মতো বাঁ হাতি ব্যাটার নই। সেটা রপ্ত করতেই আমার সময় লাগবে।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File