খেলাধুলা

Sourav Ganguly | জন্মদিনে বড় ঘোষণা সৌরভের! ৫১ তে পা দিয়ে নতুন পথে চলা শুরু!

Sourav Ganguly | জন্মদিনে বড় ঘোষণা সৌরভের! ৫১ তে পা দিয়ে নতুন পথে চলা শুরু!
Key Highlights

আজ অর্থাৎ ৮ই জুলাই সৌরভ গাঙ্গুলির জন্মদিন। আগেই ইঙ্গিত দিয়েছিলেন বড় ঘোষণার। ' দাদা ' র জন্মদিনের দিন জানুন কী সেই খবর, পাশাপাশি কী কী রেকর্ড আছে সৌরভের

ক্রিকেট পাগল ভারতে ' দাদা ' তথা সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) চেনেন না এমন হয়তো কেউ নেই। কেবল রাজ্য বা দেশে নয়, বিদেশেও দাদার ভক্ত অসংখ্য। আজ অর্থাৎ ৮ ই জুলাই ক্রিকেটের ' মহারাজা ' পা দিলেন ৫১ বছরে।

কেবল জন্মদিনের জন্যই নয়, বেশ কয়েকদিন ধরে সংবাদ শিরোনামে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যার কারণ তারই বলা এক মন্তব্য। সম্প্রতি সংবাদমাধ্যমে ' দাদা ' বলেন বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের গুরুত্ব হারিয়ে গিয়েছে। প্রত্যেকবারই ম্যাচ হয় এক পেশে। এর থেকে বর্তমানে ভারত এবং অস্ট্রেলিয়ার  মধ্যে যে ম্যাচ আয়োজন করা হয় তা বেশি উত্তেজনার বলে জানান সৌরভ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি ক্রিকেট মহারাজের বক্তব্য আসন্ন বিশ্বকাপ জয়ের জন্য রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট টিম যথেষ্ট শক্তিশালী।

আমি মনে করি আসন্ন একদিনের ক্রিকেট বিশ্বকাপে একজন লেগস্পিনার গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। দলে রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনও রয়েছে, আছে অক্ষর প্যাটেলও। অক্ষর যথেষ্ট বড় মাপের একজন অলরাউন্ডার। কিন্তু যুগবেন্দ্র চাহাল সেভাবে বড় ম্যাচে সুযোগ পান না। ওর দিকে নজর দেওয়া দরকার।

সৌরভ গঙ্গোপাধ্যায়

এছাড়াও জন্মদিনে এক বড় ঘোষণার ইঙ্গিত দিয়েছিলেন সৌরভ। বৃহস্পতিবার রাতে গাঙ্গুলি একটি টুইট করে জানান, তার জন্মদিনে অর্থাৎ ৮ ই জুলাই একটি বিশেষ ঘোষণা করবেন। টুইটারে সৌরভের সেই পোস্টকে ঘিরে রীতিমত বাড়ে জল্পনা। অনেকে অনেক অনুমান করলেও সেই টুইট দেখে কিছুই বোঝা যাচ্ছিল না ফলে সকলেই অপেক্ষা করেন আজকের দিনটার জন্য।

অবশেষে কথা মত জন্মদিনের দিনই করলেন বড় ঘোষণা। ' সৌরভ গাঙ্গুলি মাস্টারক্লাস ' অ্যাপ আনতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আজ অর্থাৎ ৮ই জুলাই নিজের ৫১ তম জন্মদিনের দিন টুইট সোশ্যাল মিডিয়ায় সৌরভ জানালেন, এত বছরের শিক্ষা এই আপের মাধ্যমে তিনি প্রচার করতে চান। পাশাপাশি ' ক্লাসপ্লাস অ্যাপস ' ও দলের সকলকে কারিগরি সহায়তায় জন্য ধন্যবাদ দিয়ে সৌরভ জানান, এই অ্যাপের মাধ্যমে প্রাপ্ত সমস্ত অর্থই অবহেলিতদের শিক্ষা খাতে খরচ করা হবে।

কেবল খেলোয়াড় হিসেবেই নয়, টিম ইন্ডিয়ার অধিনায়ক হওয়ার পাশাপাশি ক্রিকেট প্রশাসকের দায়িত্বও সামলেছেন সৌরভ। সিএবি সভাপতির পাশাপাশি বিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব সামলেছেন তিনি। তবে ক্রিকেটার হিসেবে ' দাদা 'র দখলে রয়েছে একগুচ্ছ রেকর্ড। সৌরভ গাঙ্গুলির জন্মদিনে দেখে নিন সেই রেকর্ড তালিকা।

  • ৩০৬ ম্যাচ খেলে ভারতীয় হিসাবে ওয়ান ডেতে চতুর্থ সর্বাধিক ১১২২১ রান করেছেন সৌরভ।
  • সৌরভ গঙ্গোপাধ্যায় ওয়ান ডে ক্রিকেটে ১০ হাজার রান করার পাশাপাশি ১০০-র অধিক উইকেট নিয়েছেন। পাশাপাশি ১০০-র বেশি ক্যাচ নেওয়ার কৃতিত্বও রয়েছে তাঁর দখলে। উল্লেখ্য, সৌরভ ছাড়া বিশ্বক্রিকেটে আর মাত্র চার ক্রিকেটারের দখলে এই কৃতিত্ব রয়েছে।
  • লর্ডসে ১৯৯৬ সালে অভিষেক টেস্টে শতরান করেছিলেন সৌরভ। তবে নিজের শেষ টেস্ট ইনিংসে প্রথম বলেই শূন্য রানে আউট হন তিনি। একমাত্র ক্রিকেটার হিসাবে প্রথম টেস্ট ইনিংসে শতরান করার পর শেষ টেস্ট ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন সৌরভ।
  • ওয়ান ডে-তে সৌরভ ও সচিনের ১৩৬ ইনিংসে ৬৬০৯ রান ওপেনিং জুটির সর্বকালের সর্বাধিক রেকর্ড।
  • আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সৌরভের খেলা ১১৭ রানের ইনিংস এখনও পর্যন্ত ব্যাটারের সর্বকালের সর্বোচ্চ রানের ইনিংস। পাশাপাশি সৌরভই প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনটি শতরান জিতেছিলেন।
  • একমাত্র ক্রিকেটার হিসাবে পরপর চার ওয়ান ডে ম্যাচে সেরা ক্রিকেটার হওয়ার পুরস্কার জিতেছেন সৌরভ।
  • ১৯৯৯ সালের বিশ্বকাপেও শ্রীলঙ্কার বিরুদ্ধে সৌরভের খেলা ১৮৩ রানের ইনিংস ভারতীয় ব্যাটারের বিশ্বকাপে খেলা সর্বোচ্চ রানের রেকর্ড।

ক্রিকেটার হিসেবে, ক্রিকেটের টিমের অধিনায়ক হিসেবে, সিএবি ও বিসিসিআইয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আগেই গোটা দুনিয়াকে নিজের প্রতিভা বুঝিয়ে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার অনলাইন কোর্সের সূচনা করে নতুন পথে হাঁটতে চলেছেন সকলের প্রিয় ' দাদা '


Horoscopes | লক্ষ্মী পুজোর দিন একাধিক রাশির ভাগ্যোন্নতি! দেখুন আজকের রাশিফল!
IND W VS PAK W | এশিয়া কাপের পুনরাবৃত্তি, হ্যান্ডশেক করলেন না হরমনপ্রীত-ফতিমা
North Bengal | বিপর্যয়ে বিহ্বল উত্তরবঙ্গ, নবান্নে খোলা হল কন্ট্রোল রুম, প্রকাশ্যে হেল্পলাইন নম্বর
Train Cancelled | পুজোর মরশুমে বর্ধমান-আসানসোল রুটে বাতিল একাধিক ট্রেন, চলবে ইন্টারলকিংয়ের কাজ
Devi Skandhamata | পঞ্চমী-তে দেব সেনাপতি কার্তিককে কোলে নিয়ে পূজা নেন মা স্কন্দমাতা, অভয়মুদ্রায় সন্তানধারণের বর দেন দেবী
Ishwar Chandra Vidyasagar Biography | বাংলার সমাজ-শিক্ষার বিকাশের প্রাণপুরুষ বিদ্যাসাগর! ২০৩তম জন্মবার্ষিকীতে পড়ুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী!
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla