সাধারণ মানুষের কাছে 'ঈশ্বরের দূত'। ৪ মাসের শিশুর জীবন বাঁচালেন অভিনেতা সোনু সুদ।
Thursday, November 12 2020, 1:25 pm

লকডাউনে দেশের বিভিন্ন প্রান্তে যখনই কোনও গরিব মানুষ সমস্যায় পড়েছেন, পাশে দাঁড়িয়েছেন অভিনেতা সোনু সুদ, হয়ে উঠেছিলেন 'মসিহা'। এবার ৪ মাসের শিশুর জীবন বাঁচালেন তিনি। তেলেঙ্গানার বাসিন্দা, ৪ মাসের ছোট্ট অদ্বৈত শৌর্যর হৃদযন্ত্রের সমস্যা দেখা যায়। তাঁর বাবা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা অস্ত্রপচারের কথা বলেন। যার জন্য প্রয়োজন ৭ লক্ষ টাকা। কিন্তু এত টাকা আসবে কোথা থেকে! শৌর্যর বাবা পান্ডিপল্লিবাবু একটি কুরিয়ার কোম্পানিতে কাজ করেন। গ্রামের বাসিন্দাদের পরামর্শে পুরো বিষয়টি টুইট করে সোনু সুদকে জানান পান্ডিপল্লিবাবু। এরপর সোনু সুদের উদ্যোগে হায়দরাবাদের একটি হাসপাতালে বৃহস্পতিবার অস্ত্রপচার হল অদ্বৈত শৌর্যর।
- Related topics -
- সেলিব্রিটি
- বলিউড
- সোনু সুদ
- হায়দরাবাদ