Partha Chatterjee | শ্বশুরের বিরুদ্ধে রাজসাক্ষী, নিয়োগ দুর্নীতি মামলা থেকে রেহাই পার্থের জামাই কল্যাণময়ের

Friday, March 21 2025, 5:45 am
highlightKey Highlights

শ্বশুর পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হতেই নিয়োগ দুর্নীতি মামলা থেকে রেহাই জামাই কল্যাণময় ভট্টাচার্যের! অভিযুক্তের তালিকা থেকে বাদ দেওয়া হল তাঁর নাম।


কিছুদিন আগেই নিয়োগ দুর্নীতি মামলায় নিজের শ্বশুরের বিরুদ্ধে রাজসাক্ষী দিতে রাজি হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। গত মঙ্গলবার নগর ও দায়রা আদালতে ২০ নম্বর জুডিশিয়াল ম‌্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেন কল্যাণময়। নিজের অপরাধ মার্জনা করার আবেদনও জানান কল্যাণময়। আর এরপরই অভিযুক্তের তালিকা থেকে তাঁর নাম বাদ পড়ল। উল্লেখ্য, পিংলার একটি স্কুলের সূত্র ধরে কল্যাণময়ের খোঁজ পেয়েছিলো ইডি। মার্কিন মুলুকে বসে কল্যাণময় সংস্থা ও ট্রাস্ট নিয়ন্ত্রণ করতেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File