কাঁপছে উত্তর ভারত! প্রবল তুষারপাতে তাণ্ডব চালাচ্ছে হিমাচল থেকে কাশ্মীর।
Thursday, November 26 2020, 12:37 pm
Key Highlightsউত্তর ভারতে চলছে প্রাকৃতিক শক্তির ‘তাণ্ডব’। প্রবল তুষারপাতে কাঁপছে হিমাচল থেকে কাশ্মীর সেই সঙ্গে শুরু হয়েছে বৃষ্টিপাত। শৈত্যপ্রবাহে জবুথবু হয়ে পড়েছে উত্তর ভারত। তবে, এরই মাঝে দেশের ওই প্রান্তে ঘুরতে যাওয়া পর্যটকদের বরফের লোভে তুষারপাত উপেক্ষা করেও পাহাড়ি পথে ভিড় জমিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে সে ছবি চোখে পড়ছে। সোমবার, ২৩ নভেম্বর কাশ্মীর উপত্যকায় মরসুমের প্রথম তুষারপাত হয়েছিল। উপত্যকায় এতটাই তুষারপাত হয় যে, তার প্রভাবে দিল্লির পারদ এক ধাক্কায় নেমে যায় ৬.৩ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দফতরের আধিকারিকরা জানিয়েছেন, ২০০৩-এর নভেম্বরের পর রাজধানী এতটা ‘ঠান্ডা’ হয়ে যায়নি। ওই দিন দিল্লির তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম ছিল।
- Related topics -
- দেশ
- উত্তর ভারত
- তুষারপাত
- হিমাচল প্রদেশ
- কাশ্মীর
- আবহাওয়া দফতর

