Smriti Mandhana | আচমকাই হৃদরোগে আক্রান্ত স্মৃতির বাবা, বিয়ের মণ্ডপ ছেড়ে হাসপাতালে দৌড়লেন স্মৃতি-পলাশ

স্মৃতির বাবার হার্ট অ্যাটাক হয়েছে। যার ফলে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছে পলাশ ও স্মৃতির বিয়ে।
রবিবার পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল বিশ্বজয়ী মেয়ে স্মৃতি মন্ধানার। বিয়েবাড়ি বদলে গেলো বিষাদে। শনিবার হৃদরোগে আক্রান্ত হলেন স্মৃতির বাবা। স্মৃতির ম্যানেজার জানিয়েছে, ‘আজ সকালে ব্রেকফাস্ট করার সময় স্মৃতির বাবা শ্রী শ্রীনিবাস মান্ধানা অসুস্থ বোধ করছিলেন। সেই সময় আমরা ভেবেছিলাম, এটা হয়তো সাধারণ কিছু। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তাই আমরা ঠিক করি কোনওরকম ঝুঁকি নেওয়া চলবে না। এরপরই অ্যাম্বুলেন্স ডেকে এনে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’ ফলে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছে বিয়ে।
