Smriti Mandhana | ফের রেকর্ড স্মৃতির! ODIতে দ্রুততম সেঞ্চুরি করে ভারতীয় ও এশিয়ান ক্রিকেটার হিসেবে নয়া নজির স্মৃতি মান্ধানার
আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের ODI সিরিজের তৃতীয় ম্যাচে দুরন্ত সেঞ্চুরি করেছেন ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক স্মৃতি।
ফের মান্ধানার রেকর্ড! আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের ODI সিরিজের তৃতীয় ম্যাচে দুরন্ত সেঞ্চুরি করেছেন ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক স্মৃতি। মেয়েদের ODI ক্রিকেটে ভারতীয় ক্রিকেটার হিসেবে সবচেয়ে দ্রুত সেঞ্চুরি করলেন তিনি। ৭০ বলে স্মৃতি মান্ধানা করেন ১৩৫ রান। এই সেঞ্চুরির সুবাদে হরমনপ্রীত কৌরের একদিনের ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন মান্ধানা। এখানেই শেষ নয়, প্রথম এশিয়ান ক্রিকেটার হিসেবেও মেয়েদের ODIতে ১০টি সেঞ্চুরির মালিক হলেন তিনি। ৯৭টি ODIতে স্মৃতির প্রাপ্তি ৪২০৯।