দেশ

লখনউতে বসবে ‘স্মার্ট’ ক্যামেরা, শহরের ২০০টি ‘হটস্পট’ চিহ্নিত করা হয়েছে

লখনউতে বসবে ‘স্মার্ট’ ক্যামেরা, শহরের ২০০টি ‘হটস্পট’ চিহ্নিত করা হয়েছে
Key Highlights

কোনও মহিলা দুর্দশায় পড়লে, তার চোখমুখের হাবভাব দেখেই ধরে ফেলবে ‘স্মার্ট’ ক্যামেরা। এমনকি, ওই মহিলাকে সাহায্য করার জন্য সেই তথ্য পুলিশের কাছেও চলে যাবে। উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ে এমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তিতে তৈরি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে যোগী আদিত্যনাথ প্রশাসন। সাম্প্রতিক অতীতে নারী নির্যাতন নিয়ে যোগী রাজ্যের প্রশাসন প্রশ্নের মুখে। হাথরস, বদায়ূঁ-র পরও একাধিক ঘটনা সে রাজ্যে ঘটেছে। এই আবহে লখনউয়ে এমন ক্যামেরা বসানোর পদক্ষেপ তাৎপর্যপূর্ণ। এআই-চালিত ক্যামেরা বসানোর জন্য শহরের ২০০টি ‘হটস্পট’ চিহ্নিত করা হয়েছে। মূলত, যে জায়গাগুলিতে মহিলাদের বেশি যাতায়াত অথবা পুলিশের কাছে অভিযোগ জমা পড়ে, সে সব জায়াগায় প্রাথমিক ভাবে ওই ধরনের ‘স্মার্ট’ ক্যামেরা বসানো হবে।