SLST Exam | ১৪ লক্ষ টাকা দিলেই পাওয়া যাবে SLST চাকরি! ভুয়ো পোস্টের জেরে গ্রেপ্তার যুবক
Friday, September 5 2025, 4:40 pm
Key Highlightsসোশাল মিডিয়ায় ওই যুবককে গ্রেপ্তারির কথা জানিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।
দিনদুয়েক আগে অরিন্দম পাল নামে এক সোশাল মিডিয়া ব্যবহারকারী একটি পোস্ট করেন। পোস্টে তিনি দাবি করেন, তিনি মুর্শিদাবাদের বাসিন্দা। দুদিন আগে তাঁর আগে কাছে ফোন আসে। তাঁকে বলা হয়, মোট ১৪ লক্ষ টাকা দিলেই SLST এক্সাম পাশ করে চাকরি পেয়ে যাবেন তিনি! পরীক্ষার দুদিন আগেই প্রশ্নপত্র পেয়ে যাবেন। ইন্টারভিউয়ের সময় ৪ লাখ দিলেই নাকি চাকরি পাকা! পোস্টটি নজরে আসতেই তদন্ত শুরু করে পুলিশ। জানা যায় অরিন্দম একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। ভুয়ো প্রচারের উদ্দেশ্যে এই কাজ করেছেন কিনা খতিয়ে দেখতে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- এসএসসি
- ভুয়ো খবর
- কলকাতা পুলিশ
- মুর্শিদাবাদ
- গ্রেফতার

