Skype | বন্ধ হয়ে যাচ্ছে Skype! এক সময়ের প্রথম সারির সোশ্যাল মাধ্যম প্ল্যাটফর্ম থেকে মন উঠে গেলো Microsoft এর?

এক প্রযুক্তি সংক্রান্ত ওয়েবসাইটের দাবি, মে মাস থেকে আর স্কাইপের পরিষেবা পাওয়া যাবে না।
এক সময়ে ভিডিও কলিং প্ল্যাটফর্ম হিসেবে একেবারে প্রথম সারিতে ছিল Skype। তবে সম্প্রতি শোনা যাচ্ছে, আগামী মে মাসেই বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ। এক প্রযুক্তি সংক্রান্ত ওয়েবসাইটের দাবি, মে মাস থেকে আর Skypeর পরিষেবা পাওয়া যাবে না। সেখানে লেখা, 'আপনাদের কল ও চ্যাটের জন্য রইল টিমস। আপনার বন্ধুদের অনেকেই কিন্তু ইতিমধ্যেই টিমসে চলে গিয়েছে।’ যদিও এ নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি Microsoft। তবে গত কয়েক মাস ধরেই সংস্থার তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে, তারা আর Skype নিয়ে উৎসাহী নয়।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- মাইক্রোসফট
- সোশ্যাল মিডিয়া
- অন্যান্য