Meghalaya Murder | রাজা শৌচালয়ে যেতেই ধারালো অস্ত্র দিয়ে হামলা! সোনম-সহ বাকি অভিযুক্তদের দিয়ে মেঘালয় খুনের পুনর্নির্মাণ!

মেঘালয়ে হানিমুন হত্যাকাণ্ডের রাজা রঘুবংশীকে খুনে অভিযুক্ত তারই স্ত্রী সোনম সহ বাকি অভিযুক্তদের নিয়ে অপরাধের পুনর্নির্মাণ করলো স্পেশাল ইনভেস্টিগেশন টিম।
মেঘালয়ে হানিমুন হত্যাকাণ্ডের রাজা রঘুবংশীকে খুনে অভিযুক্ত তারই স্ত্রী সোনম সহ বাকি অভিযুক্তদের নিয়ে অপরাধের পুনর্নির্মাণ করলো স্পেশাল ইনভেস্টিগেশন টিম। মঙ্গলবার সকালেই মেঘালয়ের চেরাপুঞ্জিতে সোনমদের নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, খুনের দিন ঘটনাস্থলে পৌঁছানোর পর রাজা শৌচালয়ে যান। সেই সময়ই সোনম রাজাকে খুনের করতে বলে ভাড়াটে খুনিদের। এরপরই তিন অভিযুক্ত ধারালো অস্ত্র দিয়ে রাজাকে বারবার ছুরিকাঘাত করে এবং রাজার মৃতদেহ তুলে সেলফি পয়েন্ট থেকে ফেলে দেয়। এই গোটা ঘটবে ১৮ মিনিটের মধ্যে করা হয় বলে জানা গিয়েছে।