টিকিট সংরক্ষণ এখনও স্বাভাবিক নয়, গাফিলতি কার তা খতিয়ে দেখতে রেলভবনে পৌঁছল সিট

Wednesday, March 10 2021, 1:45 pm
highlightKey Highlights

স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের সদর দফতরে পৌঁছল কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল। নিউ কয়লাঘাটের ওই বহুতলের ১৪ তলায় আগুন নেভাতে গিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এর পরেই প্রশ্ন উঠছে, গাফিলতি কার? রেলভবনে কি যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল? কার নির্দেশেই বা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে লিফটে করে ১২ তলায় পৌঁছে ছিলে দমকলকর্মীরা? এই সব বিষয়ই খতিয়ে দেখছে সিট। কলকাতা পুলিশের পাশাপাশি রেলের তরফেও উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। তারাও খতিয়ে দেখছে ঘটনাবৃত্তান্ত। আগুনের গ্রাসে সার্ভার ক্ষতিগ্রস্ত হওয়ায় পর থেকেই অনলাইন টিকিট সংরক্ষণ ব্যবস্থা থমকে গিয়েছে। সেকেন্দরাবাদের সার্ভার থেকে টিকিট সংরক্ষণ ব্যবস্থা সামাল দেওয়া হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File