IND VS ENG | সিরাজ-প্রসিদ্ধর ৮ উইকেটে ভাঙলো ইংল্যান্ডের রক্ষণ, ওভালে মাত্র ২৩ রানে পিছিয়ে ভারত

Friday, August 1 2025, 5:27 pm
highlightKey Highlights

ইংল্যান্ডের ইনিংস শেষ হল ২৪৭ রানে। ফলে টিম ইন্ডিয়ার চেয়ে মাত্র ২৩ রানে এগিয়ে ইংল্যান্ড।


ওভালে টেস্ট ভারতের হাতের মুঠোয়। ভারতের ইনিংস শেষ হয়েছিল ২২৪ রানে। পাল্টা ইংল্যান্ডের ইনিংস শেষ হল ২৪৭ রানে। মাত্র ২৩ রানে এগিয়ে আছে ইংল্যান্ড। আজকের ত্রাতা প্রসিদ্ধ কৃষ্ণ এবং মহম্মদ সিরাজ। চারটি করে উইকেট নিলেন দুজনেই। এদিন আকাশ দীপের বলে সাজঘরে ফেরেন ওপেনার বেন ডাকেট (৪৩)। প্রসিদ্ধ কৃষ্ণর বলে ব্যক্তিগত ৬৪ রানে ফেরেন ওপেনার জ্যাক ক্রলি। অলি পোপ (২২) এবং জো রুটকে কাবু করেন সিরাজ। এদিন ৮৬ রানে ৪ উইকেট তুললেন সিরাজ, প্রসিদ্ধ তুললো ৬২ রানে ৪ উইকেট, আকাশ দীপের শিকার একটি উইকেট।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File