India vs Australia । মাঠে 'কূল'নেস হারানোর শাস্তি পেলেন সিরাজ এবং ট্রাভিস, পয়েন্ট দিয়ে দুই খেলোয়াড়কেই ওয়ার্নিং রেফারির

Monday, December 9 2024, 3:08 pm
highlightKey Highlights

ট্রাভিস হেডের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন ভারতীয় টিমের পেসার মহম্মদ সিরাজ। সিরাজ এবং হেডকে ১ ডিমেরিট পয়েন্ট দিয়ে সতর্ক করেছে আইসিসি।


অ্যাডিলেডে গোলাপি বলের টেস্ট হেরেছে ভারত। শেষ ম্যাচে ট্রাভিস হেডের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন ভারতীয় টিমের পেসার মহম্মদ সিরাজ। ম্যাচ শেষ হতেই রেফারি রঞ্জন মধুগুলে দোষী সাব্যস্ত করেছেন সিরাজকে। আইসিসির প্লেয়ার্স কোড অফ কন্ডাক্টের আর্টিকল ২.৫ ধারায় অভিযুক্ত হয়েছেন সিরাজ। ২০ শতাংশ ম্যাচ ফি কেটে এবং ১ ডিমেরিট পয়েন্ট দিয়ে সতর্ক করা হয়েছে তাকে। কোড অফ কন্ডাক্টের আর্টিকল ২.১৩ ধারায় দোষী সাব্যস্ত হয়েছেন ট্রাভিস হেডও। ১ডিমেরিট পয়েন্ট দিয়ে তাকেও সতর্ক করেছে আইসিসি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File